হোম > অপরাধ > চট্টগ্রাম

গরম ছুরি দিয়ে শিশু নির্যাতন, গ্রেপ্তার সৎ মা ও নানি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় ৮ বছরের এক মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে সৎ মা ও নানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই শিশুর নাম তাকওয়া ইসলাম ইভা এবং সে ওই এলাকার মো. ইকবালের মেয়ে। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, সৎ মা সালেহা বেগম (৩৬) ও সৎ নানি কমলা বেগম (৫২)। তাঁদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন শিশুটির দাদি সাগরিকা বেগম (৫৪)। 

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ইভার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার বাবা ইকবাল। সৎ মায়ের ঘরে বহুদিন ধরেই নির্যাতনের শিকার হয়ে আসছিল সে। ইভা প্রায় সময় মাদ্রাসায় থাকলেও ইদের দুদিন আগ থেকে বাবা ও সৎ মায়ের বাসায় থাকা শুরু করে। গত ২৪ জুন তারিখে বাবা বাসায় না থাকায় শিশু ইভাকে ময়লা ফেলতে পাঠান তাঁর সৎ মা। এ সময় ইভা বাসায় আসতে কিছুটা দেরি করলে আগুনে ছুরি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয় তার সৎ মা ও নানি। 

ইভার নানি সাগরিকা জানান, ঘটনার প্রায় এক সপ্তাহ পরে স্বজন ও প্রতিবেশী সূত্রে বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে গতকাল শুক্রবার (২ জুলাই) রাতে থানায় মামলা করেন তিনি। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, `প্রাথমিকভাবে শিশুটির সৎ মা ও নানি স্বীকার করেছে যে গরম ছুরি দিয়ে তাঁরা শিশুটির হাতের ও পিঠের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছেন। পরে আহত শিশুটিকে কোন চিকিৎসা না দিয়ে আটকে রাখেন তাঁরা। মামলার পরপরই তাঁদের দুজনকে গ্রেপ্তার করেছি আমরা।' 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি