নোয়াখালীর চাটখিল উপজেলায় রাহিম হোসেন মুন্না (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ের দশম শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে সে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর বদলকোট গ্রাম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাহিম হোসেন মুন্না ওই গ্রামের বোদা হাজী বাড়ির আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মুন্নার এসএসসির টেস্ট (মূল্যায়ন) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় সে ছয় বিষয়ে অকৃতকার্য হয়। এরপর হতাশা থেকে বুধবার রাতের কোনো এক সময় নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’