নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দী দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে একটি চাপাতি, দুটি বড় ধামা, একটি বড় কিরিচ, একটি কোড়াবারি, তিনটি বড় ছুরি রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া অভিযান পরিচালনা করেন। বেড়িবাঁধের পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তায় অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ১১টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পুলিশের চেকপোস্টের কড়া নজরদারিতে ভীত হয়ে রাস্তার পাশে অস্ত্রগুলো রেখে পালিয়ে যায়। অস্ত্রের উৎস অনুসন্ধানে বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে উপজেলার চরপার্বতীসহ আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।