হোম > অপরাধ > চট্টগ্রাম

একসঙ্গে সরকারি ২ পদে চাকরি, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য গোপন করে একসঙ্গে সরকারি দুই পদ থেকে বেতন-ভাতা উত্তোলন করে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তির নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তির নাম কানু কুমার নাথ (৫৮)। আজ রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। 

অভিযুক্ত কানু কুমার নাথ মিরসরাই উপজেলার কমলদহ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বিনোদ বিহারি নাথের ছেলে। 

দুদক সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রামে ফটিকছড়ি হোয়াকা বনানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব। 

দুদক কর্মকর্তা নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে ৫০ লাখ ৫৭ হাজার ২৩৯ টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধি ৪০৯ এবং ৪২০ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব থাকা অবস্থায় তথ্য গোপন করে বিনোদ একটি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা বাবদ ওসব টাকাগুলো উত্তোলন করেছিলেন। এর আগে গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় মামলা দায়েরের অনুমোদন দেন।’ 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯১ সালে কানু কুমার নাথ মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। পরে পূর্বের চাকরির তথ্য গোপন করে ১৯৯৪ সালে ৮ মে ফটিকছড়ি হোয়াকা বনানী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন। ২০০২ সালে তিনি ওই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পায়। এ সময় তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেন। 

এর আগে ২০২১ সালে ১৩ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্তে দুই পদে চাকরির বিষয়ে সত্যতা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়। এটা নিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠিত করা হয়। জেলা প্রশাসনের তদন্তে চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে কানু কুমার নাথের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ সময় কানু কুমার নাথের বেতন স্কেল অবনমিত করা হয়। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। 

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা