হোম > অপরাধ > চট্টগ্রাম

২৪ প্যাকেট টিসিবির পণ্যসহ আটক যুবক

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যসহ আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে স্থানীয় গ্রাম-পুলিশ সদস্যরা। আজ শুক্রবার রাতে গোপনে স্থানীয় একটি বাজারে এসব পণ্য বিক্রির সময় আনোয়ার হোসেনকে আটক করা হয়। 

আটক আনোয়ার হোসেনের কাছ থেকে ২৪ প্যাকেট টিসিবির পণ্য উদ্ধার করা হয়। পরে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর টিসিবির পণ্যসহ আনোয়ার হোসেনকে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। 

বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর জানান, ফুলগাজী সাহাপাড়া রুহুল আমিনের বাড়ির সামনে থেকে ওই যুবককে আটক করেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য আবদুল খালেক ও শাহীদ। উদ্ধারকৃত টিসিবির পণ্যগুলো ডিলার শহিদ উল্লাহর বলে আনোয়ার হোসেন স্বীকার করছেন। 

গত ২৩ জুন টিসিবির পণ্য বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রি করার জন্য নির্ধারিত দিন ধার্য ছিল। উপজেলা প্রশাসনের নিয়োগকৃত বক্সমাহমুদ এলাকার টিসিবি ডিলার করিম উল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদ উল্লাহ ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রি না করে গোপনে এসব পণ্য মজুত রাখেন। শুক্রবার রাত্রে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টমটমে করে নিয়ে যাওয়ার সময় গ্রাম পুলিশের হাতে ধরা পড়েন। 

উল্লেখ্য, এই দফায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম জানান, টিসিবির পণ্যসহ আনোয়ার নামে একজনকে আটক করে কার্যালয়ে আনা হয়েছে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির