হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী আবদুল কাদেরের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। আবদুল কাদের ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। এ সময় মামলার অপর দুই আসামি মকবুল আহম্মদ ও হাফেজ আহম্মেদকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবদুল কাদেরের সঙ্গে একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে আবু তারার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন তারার বাবা-মার কাছে যৌতুকের দাবি করেন।  যৌতুক না পেয়ে তাঁরা নিয়মিত তারার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত ২০০০ সালের ২৩ জুলাই ৩০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। কিন্তু তারার পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। এতে গত ২০০১ সালের ১৫ এপ্রিল স্বামী আবদুল কাদের ও তাঁর পরিবারের লোকজন তারাকে বেধড়ক মারধর করেন। ঘটনার রাতেই তারা মারা যায়। এ ঘটনায় তারার বাবা মোহাম্মদ আলী ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

গত ২০০১ সালের ৩১ জুলাই ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই)  হাবিবুর রহমান তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি আদালতে চলাকালে শরিফা খাতুন ও আমেনা খাতুন নামে দুজন আসামি মারা যান।  মামলায় মকবুল আহম্মদ ও হাফেজ আহম্মেদকে আসামি করা হলেও দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস করা হয়েছে। 

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। 

আদালতের জ্যেষ্ঠ সহকারী সরকারি কৌসুলি ফরিদ আহমেদ হাজারী বলেন, আবদুল কাদের যখন গ্রেপ্তার হবেন বা আদালতে আত্মসমর্পণ করবেন তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত