হোম > অপরাধ > চট্টগ্রাম

উনিশ বছর পর অপহরণ মামলায় দুই ভাইকে ১৪ বছর কারাদণ্ড

প্রতিনিধি, মহেশখালী (চট্টগ্রাম)

উনিশ বছর আগে এক কিশোরীকে অপহরণের মামলায় দুই ভাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন কক্সবাজার নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোসলেহ উদ্দিন। এ মামলায় অভিযুক্ত আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালীর সিকদারপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম সওদাগরের ছেলে আবদুর রাজ্জাক (৪২) ও ডা. নুরুল আমিনের ছেলে আতা উল্লাহ (৪৩)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। 

এ বিষয়ে নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী এলাকার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান ওই দুজন। সেখানে কয়েক দিন রাখার পর আবার কক্সবাজার ফিরে আনেন। এর মধ্যে একদিন অপহৃত কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।

পরে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত দুই জনসহ আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়। 

বদিউল আলম সিকদার আরও বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বিচারকার্য শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি