হোম > অপরাধ > চট্টগ্রাম

উনিশ বছর পর অপহরণ মামলায় দুই ভাইকে ১৪ বছর কারাদণ্ড

প্রতিনিধি, মহেশখালী (চট্টগ্রাম)

উনিশ বছর আগে এক কিশোরীকে অপহরণের মামলায় দুই ভাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন কক্সবাজার নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোসলেহ উদ্দিন। এ মামলায় অভিযুক্ত আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালীর সিকদারপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম সওদাগরের ছেলে আবদুর রাজ্জাক (৪২) ও ডা. নুরুল আমিনের ছেলে আতা উল্লাহ (৪৩)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। 

এ বিষয়ে নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী এলাকার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান ওই দুজন। সেখানে কয়েক দিন রাখার পর আবার কক্সবাজার ফিরে আনেন। এর মধ্যে একদিন অপহৃত কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।

পরে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত দুই জনসহ আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়। 

বদিউল আলম সিকদার আরও বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বিচারকার্য শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল