হোম > অপরাধ > চট্টগ্রাম

রাজধানীর শাহজাহানপুরে ‍যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী তানজিনা দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। আজ শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই কানিজ ফাতেমা। 

কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় আজ সকালে নিহতের স্ত্রী তানজিনা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে গুলবাগ জোয়ারদার লেনে বাসার পাশে রাস্তা। 

নিহত রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/ এ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। তাঁর বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাঁদের নিজেদের বাড়ি রয়েছে। 

হাসপাতালে তার ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, গতকাল রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে বাসার অদূরে চার-পাঁচজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যান। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মাথায়, ডান হাতে, কাঁধ, ডান পাসহ সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। বাঁ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

মামুন আরও জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। পরে যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না। এলাকায় তাঁর ইন্টারনেটের ব্যবসা রয়েছে। এ ছাড়া তেজগাঁও থেকে ডিম এনে শান্তিনগর, সিদ্ধেশ্বরী এলাকায় বিক্রি করতেন। তাঁর স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল