হোম > অপরাধ > চট্টগ্রাম

মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, অ্যাসিড পানে মা-মেয়ের মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এর জেরে পরিত্যক্ত ব্যাটারির অ্যাসিড পানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মো. রাশেদের (মানিক) বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূর শাশুড়ি ছমুদা বেগম জানান, বছর দু-এক আগে তাঁর ছেলে মানিকের সঙ্গে একই গ্রামের নয়নমনির (২০) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে প্রায়ই নানা বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায় স্ত্রী নয়নমনির মোবাইল ব্যবহার করা নিয়ে আবারও ঝগড়া হয়। এর জের ধরে সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির অ্যাসিড প্রথমে ১০ মাস বয়সী শিশু কন্যা মেহেরমনিকে পান করান। পরে নয়নমনি নিজে পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সোহেল মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ওই দিন রাত ১১টার দিকে নয়নমনি ও শিশু কন্যা মেহেরমনির মৃত্যু হয়।

এ দিকে হাসপাতালে স্ত্রী-কন্যার মৃত্যুর সংবাদ শুনেই স্বামী মো. রাশেদ প্রকাশ মানিক পালিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমদ বলেন, ‘মা-শিশুর মৃত্যুর বিষয়টি থানার ওসিকে অবগত করা হয়েছে। মেয়ের বাবা মামলার করবেন বলে চট্টগ্রাম থেকে লাশ দুটি নিতে যাননি বলে জানাতে পেরেছি।’

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘উত্তর ধুরুং এলাকার মা-শিশু কন্যার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে নিয়ে আসার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত