হোম > অপরাধ > চট্টগ্রাম

মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, অ্যাসিড পানে মা-মেয়ের মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এর জেরে পরিত্যক্ত ব্যাটারির অ্যাসিড পানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মো. রাশেদের (মানিক) বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূর শাশুড়ি ছমুদা বেগম জানান, বছর দু-এক আগে তাঁর ছেলে মানিকের সঙ্গে একই গ্রামের নয়নমনির (২০) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে প্রায়ই নানা বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায় স্ত্রী নয়নমনির মোবাইল ব্যবহার করা নিয়ে আবারও ঝগড়া হয়। এর জের ধরে সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির অ্যাসিড প্রথমে ১০ মাস বয়সী শিশু কন্যা মেহেরমনিকে পান করান। পরে নয়নমনি নিজে পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সোহেল মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ওই দিন রাত ১১টার দিকে নয়নমনি ও শিশু কন্যা মেহেরমনির মৃত্যু হয়।

এ দিকে হাসপাতালে স্ত্রী-কন্যার মৃত্যুর সংবাদ শুনেই স্বামী মো. রাশেদ প্রকাশ মানিক পালিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমদ বলেন, ‘মা-শিশুর মৃত্যুর বিষয়টি থানার ওসিকে অবগত করা হয়েছে। মেয়ের বাবা মামলার করবেন বলে চট্টগ্রাম থেকে লাশ দুটি নিতে যাননি বলে জানাতে পেরেছি।’

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘উত্তর ধুরুং এলাকার মা-শিশু কন্যার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে নিয়ে আসার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত