হোম > অপরাধ > চট্টগ্রাম

সরকারি ওষুধ চুরির অভিযোগে চমেক হাসপাতালের তিন কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি ওষুধ চুরির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২২ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন হাসপাতালের টিকিট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমান (৫০), ফার্মেসি কর্মী দাউদ ইসহাক (৫২) ও বিদ্যুৎ মিস্ত্রি সাইমন হোসাইন (৪২)। তাঁদের মধ্যে আজিজুর চট্টগ্রামের মিরসরাই উপজেলার, দাউদ রাঙ্গুনিয়া উপজেলার ও সাইমন পটিয়া উপজেলার বাসিন্দা। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তরা সবাই হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সরকারি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের সহায়তায় আজিজুরকে আটক করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে ১৪ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে চট্টেশ্বরী রোডের লিচুবাগান এলাকায় হাসপাতালের স্টাফ কোয়ার্টারে আজিজুরের বাসায় অভিযান চালিয়ে আরও ৮ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দাউদ ইসহাক ও সাইমন হোসাইনকে আটক করা হয়। 

নুরুল আলম আশেক আরও বলেন, জিজ্ঞাসাবাদে আজিজ জানিয়েছেন দাউদ ইসহাক ফার্মেসি থেকে ওষুধ চুরি করে আজিজুল ও সাইমনকে দেন। পরে তাঁরা চোরাই ওষুধগুলো বিক্রি করে নিজেরা টাকা ভাগাভাগি করে নেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ