হোম > অপরাধ > চট্টগ্রাম

ফটিকছড়িতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদে তারাবিহ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মো. মাসুদ মির্জা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে বালুটিলা এলাকার আকতারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার সাবেক সেনাসদস্য মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি আড়াই বছর আগে প্রবাস থেকে দেশে এসেছেন এবং দুই সন্তানের বাবা। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জানা যায়, শনিবার রাতে উপজেলার বালুটিলা মসজিদে তারাবিহর নামাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল মাসুদ মির্জা (৪০)। এ সময় স্থানীয় ব্যবসায়ী আকতারের দোকানের সামনে গেলে ৫-৬ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে একাধিকবার ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরে নিহতের ছোট ভাই মাহফুজুর রহমান ভূজপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন–মো. শামিম, মো. দেলোয়ার হোসেন, আকতার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ডা. আনোয়ার হোসেন ও মো. রফিক। ঘটনার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন–শামীম ও দেলোয়ার। 

স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী বলেন, ‘আমাদের নির্বাচন হয়েছে দেড় বছর আগে। নিহত মাসুদ আমার এবং চেয়ারম্যানের সমর্থক ছিলেন। আকতারের সঙ্গে আমার বিরোধ থাকতে পারে। তবে মাসুদের সঙ্গে না। স্থানীয়রা ঘটনার পর আকতার হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা