হোম > অপরাধ > চট্টগ্রাম

ফটিকছড়িতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদে তারাবিহ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মো. মাসুদ মির্জা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে বালুটিলা এলাকার আকতারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার সাবেক সেনাসদস্য মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি আড়াই বছর আগে প্রবাস থেকে দেশে এসেছেন এবং দুই সন্তানের বাবা। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জানা যায়, শনিবার রাতে উপজেলার বালুটিলা মসজিদে তারাবিহর নামাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল মাসুদ মির্জা (৪০)। এ সময় স্থানীয় ব্যবসায়ী আকতারের দোকানের সামনে গেলে ৫-৬ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে একাধিকবার ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরে নিহতের ছোট ভাই মাহফুজুর রহমান ভূজপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন–মো. শামিম, মো. দেলোয়ার হোসেন, আকতার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ডা. আনোয়ার হোসেন ও মো. রফিক। ঘটনার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন–শামীম ও দেলোয়ার। 

স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী বলেন, ‘আমাদের নির্বাচন হয়েছে দেড় বছর আগে। নিহত মাসুদ আমার এবং চেয়ারম্যানের সমর্থক ছিলেন। আকতারের সঙ্গে আমার বিরোধ থাকতে পারে। তবে মাসুদের সঙ্গে না। স্থানীয়রা ঘটনার পর আকতার হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের