হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিয়ের ৬ দিন আগে তরুণীকে হত্যার ঘটনায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে বিয়ের ছয় দিন আগে জুলি আক্তার (২২) নামে এক তরুণীকে হত্যার ঘটনায় মো. রাসেল ওরফে রুবেল (২৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ রায় ঘোষণা কারা হয়। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল সাতকানিয়া উপজেলায় মাহাব্বত আলীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

জুলি মৃত আমীর আহমদের মেয়ে। হালিশহর থানাধীন ঈদগাঁও হাসান শাহ মাজার গলি এলাকায় লেদু মিস্ত্রির বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। 

জানা গেছে, ২০১৭ সালে হত্যাকাণ্ডের ছয় দিন পর ১৯ মার্চ জুলির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের খবর শুনে মামাতো বোনের ছেলে আসামি রুবেল ওই বাড়িতে আসেন। ঘটনার দিন ১৩ মার্চ জুলির পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ায় বাকিরা তাঁকে নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে যায়। এ সময় জুলি ও রুবেল বাড়িতে একা ছিলেন। ওই সময় তাঁদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে রুবেল জুলিকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। অন্যদিকে জুলিও ছুরি কেড়ে নিয়ে রুবেলের পেটে আঘাত করেন। 

এ সময় জুলির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে উভয়কে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুলি মারা যান। এ ঘটনার পরপরই হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলা দায়েরের পরপরই রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ২০১৭ সালে ১৩ মার্চ জুলির নিজ বাড়িতে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেন আসামি রুবেল। ঘটনার পরপরই মামলা দায়ের করে নিহতের পরিবার। পরে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মামলার রায় ঘোষণা করা হয়েছে। 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য