চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন কথিত প্রেমিক হাবিব পাটওয়ারী। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের ফারজানা তন্নীর সঙ্গে একই এলাকার হারুন পাটওয়ারীর ছেলে হাবিব পাটওয়ারীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের এই সম্পর্ক উভয় পরিবার কখনোই মেনে নেয়নি। কয়েক মাস আগে ফারজানাকে পারিবারিকভাবে উপজেলার ডিঙ্গা ভাঙ্গা গ্রামের বকাউল বাড়ির প্রবাসী সোহেল বকাউলের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
তন্নীর মা জানান, গতকাল বৃহস্পতিবার তিনি ও তন্নী পুকুর ঘাটে গোসল সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। আকস্মিকভাবে হাবিব ছুরি দিয়ে তন্নীর বাম পায়ের রগ কেটে দৌড়ে পালিয়ে যায়। তন্নীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর পাঠানো হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। তাঁদের বলেছি আগে রোগীর চিকিৎসা করান, অভিযোগের ভিত্তিতে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।