হোম > অপরাধ > চট্টগ্রাম

ফের রোহিঙ্গা ক্যাম্পে খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সৈয়দ উপজেলার থাইংখালীর ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯ নম্বর ক্যাম্পের এ/ ১০ ব্লকের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। 

তাজনিমারখোলা ক্যাম্পের রোহিঙ্গারা জানান, মুখোশধারী একদল যুবক ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র বের করে সৈয়দকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা সৈয়দ হোসেনের হাতে, গলায় ও বুকে আঘাত করে। 

স্থানীয় রোহিঙ্গাদের দাবি, হাফেজ সৈয়দ হোসেন আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সব সময় সোচ্চার ছিল। এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাঁদের। 

এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

এ নিয়ে গত এক সপ্তাহে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড ঘটল। এর আগে গত ১৫ অক্টোবর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/ ১৮ ব্লকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই মাঝি আনোয়ার ও ইউনুসকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৮ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করে এপিবিএন। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি