হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে অপহরণের শিকার তিন বনকর্মী, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে তিন বনকর্মীকে অপহরণের পর পরিবার থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। 

আজ শনিবার সকালে অপহরণের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় তাঁদের অপহরণ করা হয়।

অপরণের শিকার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) এবং আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তাঁরা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, ‘অপহৃত বনকর্মীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বনকর্মীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি  শুনেছি।’

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘অপহৃত বনকর্মীদের পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছে অপহরণকারীরা। এ ঘটনায়  এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’   

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আবুল কালাম সরকার বলেন, ‘তিন বনকর্মীকে ছেড়ে দিতে পরিবারের কাছে ফোনে প্রত্যেকের ২০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধারের আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট