হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবার ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) প্রদীপ কুমার দত্ত। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—আবু আহাম্মদ মিয়া (৩৮)। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার পালগিরি এলাকার আবু ইউসুফের ছেলে। 

আইনজীবী প্রদীপ কুমার দত্ত জানান, আসামি ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম নশরতপুর এলাকায় ফুপাতো ভাইয়ের বাড়িতে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর মাধ্যমে আদালতে দোষী প্রমাণিত হয়। 

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রায় ঘোষণার পর আসামি আবু আহাম্মদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ