হোম > অপরাধ > চট্টগ্রাম

যুবলীগের নেতার কাছে বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে দাম্পত্য কলহের বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক গৃহবধূ। এই অভিযোগে ভুক্তভোগী নারী ২৪ জুন কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাসসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের অপরাধ আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলা নং-২৭। প্রাথমিকভাবে মামলাটি তদন্তের কার্যক্রম চলছে। তদন্তে অপরাধী যে-ই হোক না কেন আইনের আওতায় আসবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’ 

মামলার আসামিরা হলেন কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মোজাহের বলি ওরফে মুজুবলির ছেলে হাবিব উল্লাহ (২০), ফকিরজুম পাড়ার মো. আমিনের ছেলে মো. আব্বাস (৩২)। আব্বাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা তাঁর স্বামী। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিনের কাছে বিচার দেন। ২২ জুন বিকেল ৫টার দিকে সিএনজি অটোরিকশাযোগে যাচ্ছিলেন। ফকিরজোম পাড়ার ফরেস্ট অফিসের সামনে পৌঁছালে মো. আব্বাস ও তাঁর সহযোগী হাবিব উল্লাহ অটোরিকশাটি থামান। স্বামী পার্শ্ববর্তী একটি বাড়িতে অবস্থান করছেন বলে তাঁকে নিয়ে যান তাঁরা। সেখানে গিয়ে ওই নারী দেখেন স্বামী নেই। এরপর দুজন মিলে তাঁকে ধর্ষণ করেন। তাঁর মাথা, বুক, মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরে ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান ভুক্তভোগী। অসুস্থ হয়ে পড়লে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। 

মো. আব্বাস র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়ে কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁর সহযোগী হাবিব উল্লাহও এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধেও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ