হোম > সারা দেশ > কক্সবাজার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

আরকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি। ছবি:আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাঁট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি আটক জেলেদের ফেরত আনতে সক্ষম হয়।

ইউএনও বলেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। এরপর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বিভিন্ন সময়ে আটক আরও ১৩৪ জন জেলে বিজিবি ফিরিয়ে আনে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে আরাকান আর্মি ১৫১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। বিভিন্ন সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ৮ এপ্রিল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মৌলভীরশীল এলাকা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিং বোটসহ ২৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদী ও সাগর থেকে ট্রলারসহ জেলে অপহরণের ঘটনাও বেড়েছে। ভুক্তভোগীরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করে আসছেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি