হোম > অপরাধ > চট্টগ্রাম

হাটহাজারীতে আইনজীবীদের প্ররোচনায় বাল্যবিয়ে বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় হাটহাজারীতে বাল্যবিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে উপজেলায় তিনটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর পেছনে কিছু অসাধু আইনজীবীর প্ররোচনা রয়েছে বলে দাবি করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা প্রশাসন বলছে, বয়স গোপন করে হলফনামার মাধ্যমে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। আর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজটি হচ্ছে কিছু আইনজীবীর চেম্বারে।

হাটহাজারীর ইউএনও মো. রুহুল আমিন আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় হঠাৎ করে বাল্যবিয়ের প্রবণতা বেড়েছে। গত এক সপ্তাহে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এমন ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন।

ইউএনও জানান, মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত ২৮ মে শুক্রবার একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গত ২৭ মে বৃহস্পতিবার বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বরপক্ষকে ১০ হাজার এবং কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অপর বাল্যবিবাহটি বন্ধ করা হয় উপজেলার মির্জাপুর ইউনিয়ন চারিয়া গ্রাম নয়াহাট বাজার এলাকায় গত ২৬ মে। তিনটি বাল্যবিয়ের কনে ছিল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী।

এক শ্রেণির অসাধু আইনজীবীর প্ররোচনায় কনের বাবা-মা প্রতিনিয়তই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের দেওয়ার মতো ভুল পথে পা বাড়াচ্ছেন উল্লেখ করেন ইউএনও রুহুল আমিন বলেন, এ বিয়ে আইনগত ভিত্তি নেই। মেয়ে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়বে। বন্ধ হওয়া ওই তিন বাল্যবিবাহের বাবা-মা মুচলেকা দিয়েছেন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দেবেন। অভিভাবকদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত