হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কফিল উদ্দিন জানান, এই মামলার একমাত্র আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

যাবজ্জীবন পাওয়া আাসমি হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার খোকন উদ্দিন (২৩)।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২৩ সালের ৯ মে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে দণ্ডিত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর ৯(১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার