হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে ডাকাতিকালে ৪ জনকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির সময় চারজনকে কুপিয়ে জখম করেছে ডাকাতেরা। এ সময় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। 

গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মাহি উদ্দিন মিয়াজি জানান, ১০-১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাঁকে তাঁর ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন, তাঁদের মা খায়রুননেছাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতেরা মহি উদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর গায়ে থাকা দুইটি চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার ওজন প্রায় দুই ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

স্থানীয়রা জানান, ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সকালে ডাকাতির খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, ‘ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির খোকন, পিবিআই ও মতলব উত্তর থানা-পুলিশ যৌথভাবে কাজ করছে। এ ছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টিম কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পারব।’

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের