হোম > অপরাধ > চট্টগ্রাম

রায়পুরে গৃহবধূ হত্যা ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ (২৪) হত্যা ও ধর্ষণের ঘটনায় মো. সোহাগ হোসেন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গৃহবধূর ব্যবহৃত মোবাইলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মো. রফিক নামে একই এলাকার তাঁর অপর এক সহযোগী এখনো পলাতক রয়েছেন। 

গ্রেপ্তারের পর বিকেলে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে হত্যা ও ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহাগ। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া। 

সোহাগ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

এর আগে গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চরপলোয়ান এলাকায় সুপারিবাগানে প্রায় বিবস্ত্র অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, আসামি সোহাগ হোসেনের সঙ্গে প্রেমের টানে ওই গৃহবধূ গত ১৬ আগস্ট বাড়ি থেকে বের হন। সোহাগের বন্ধু রফিকের প্রলোভনে সোহাগ ওই গৃহবধূকে রফিকের মামার বাড়ি রায়পুর নিয়ে আসেন। এরপর তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। অপর আসামি একই এলাকার রফিক বর্তমানে পলাতক রয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি