হোম > অপরাধ > চট্টগ্রাম

মুরগি ধরার নাম করে ডেকে নিয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরগি ধরায় সহযোগিতা করার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আজ রোববার সকালে সীতাকুণ্ড থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে শিশুর পরিবার।

অভিযুক্তরা হলেন—সীতাকুণ্ড পৌর সদরের উত্তর মধ্যম এয়াকুব নগর এলাকার মৃত সোলায়মানের ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিন (৪১) ও একই এলাকার মরহুম সিদ্দিক আহমেদের ছেলে ওসমান গনি প্রকাশ দলু (৬০)।

মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিবারের সদস্যের অজান্তে চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই ভুক্তভোগীকে মুরগি ধরার নাম করে ডেকে নেয় অভিযুক্ত সেলিম। পরে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী একটি কাচারি ঘরে নিয়ে যায়। এ সময় ও কাচারি ঘরে ঢোকার পরই অভিযুক্ত অপর আসামি দলু ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে তারা দুজনই শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের বেশ কয়েকজন যুবক ঘটনাস্থলে ছুটে যায়। সে সময় অভিযুক্তেরা কাচারি ঘরের পেছনের বেড়া ভেঙে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘মুরগি ধরার নাম করে ডেকে নিয়ে দশ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’ 

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান