হোম > অপরাধ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে বড় দুই ভাই ও ভাতিজার হাতে খুন যুবক

প্রতিনিধি

সোনাইমুড়ী (নোয়াখালী) : সোনাইমুড়ীতে পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. ইলিয়াছকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করেছেন আপন দুই বড় ভাই ও ভাতিজা। আজ শুক্রবার বেলা ৩টায় উপজেলার ভাওরকোট গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। ইলিয়াছ ওই গ্রামের ফকির বাড়ির মৃত নুর ইসলামের ছেলে।

আটককৃতরা হলেন- বড় দুই ভাই শাহ আলম (৪৫) ও সারোয়ার (৪০) এবং ভাতিজা শুভ।

জানা গেছে, ইলিয়াছ চট্টগ্রামে ব্যবসা করতেন। দীর্ঘদিন থেকে ভাইদের সঙ্গে তাঁর পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ইলিয়াছের সৎমা তাঁর সঙ্গেই থাকতেন। প্রায়ই দুই ভাইয়ের পরিবারের সদস্যরা তাঁর সৎমায়ের সঙ্গে কারণে অকারণে খারাপ ব্যবহার করতেন। গতকাল বৃহস্পতিবার বড় দুই ভাইয়ের সঙ্গে ইলিয়াসের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁর দুই ভাই ও পরিবারের লোকজন ইলিয়াছের ওপর হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ