হোম > অপরাধ > চট্টগ্রাম

চবিতে কোটা আন্দোলনকারীকে হত্যার হুমকি, সহপাঠীর বিরুদ্ধে প্রক্টরের কাছে অভিযোগ

চবি সংবাদদাতা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবার মোবাইল নম্বরে কল করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নাট্যকলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্র খান তালাত মাহমুদ রাফি।

রাফি নিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের হৃদয় আহমেদ রিজভীর বিরুদ্ধে এ অভিযোগ করে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বাবার নম্বরে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাফি।

অভিযোগ দিয়ে রাফি বলেছেন, ‘গতকাল রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে আমার আব্বুর নাম্বারে ফোন দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার বাবাকে ওই ব্যক্তি বলে, “আপনার ছেলেকে যদি কোটা আন্দোলন থেকে সরে যেতে না বলেন তাহলে হয়তো আপনার ছেলেকে আর পাবেন না, তার লাশটা পাবেন। দেখা যাবে যে কোথাও না কোথাও মেরে ফেলে রাখা হয়েছে। পরে লাশটা অ্যাম্বুলেন্সে করে পাঠানো হবে। ” পরে আব্বু পরিচয় জানতে চাইলে লোকটি বলে, “আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। ক্যাম্পাসেই থাকি। ” এটা বলে ফোন কেটে দেয়।’

রাফি বলেন, ‘যে নম্বর থেকে কল করা হয়েছিল সেটি নিয়ে আমি আমার সাধ্যমতো খোঁজখবর নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারি যে, ওটা আমার বিভাগের সিনিয়র ২০১৯–২০ সেশনের হৃদয় আহমেদ রিজভীর নাম্বার। তাঁর বাড়ি নরসিংদী জেলায়।’

রাফি আরও বলেন, ‘আমি এখন ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি। আব্বুকে স্থানীয় থানায় জিডি করতে বলেছি। আমিও নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানায় জিডি করব।’

খোঁজ নিয়ে জানা গেছে, হুমকিদাতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ চুজ ফ্রেন্ড উইথ কেয়ারের (সিএফসি) অনুসারী। থাকেন বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে।

বিষয়টি জানতে হুমকিদাতার নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ও সিএফসির উপগ্রুপের নেতা মির্জা খবির সাদাফের বলেন, ‘যার নামে অভিযোগ করা হয়েছে তাঁকে আমি চিনি না। আমাদের কেন্দ্র থেকে এ ধরনের কোনো নির্দেশনা নেই। আন্দোলন যে কেউ করতে পারে। কারও ব্যক্তিগত বিষয়ের দায় একান্তই ওই ব্যক্তির। ছাত্রলীগের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।’

জানতে চাইলে ভুক্তভোগীর বাবা বলেন, ‘কাল রাতে একটি নাম্বার থেকে ফোন দিয়ে বলে আপনার ছেলেকে কোটা আন্দোলন থেকে সরে যেতে বলেন। তাহলে হয়তো লাশটা পাবেন। অ্যাম্বুলেন্স করে পাঠানো হবে। পরিচয় জানতে চাইলে সে ফোন কেটে দেয়। আমি চাই আমার ছেলেকে যেন নিরাপত্তা দেওয়া হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, ‘ছেলেটা অভিযোগপত্র দিয়েছে। যেহেতু তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা ক্রিমিনাল কেস হয়ে গেছে। এটা পুলিশ তদন্ত করবে।’

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন