লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকির নরসিংদী জেলার মনোহরদী নারান্দী এলাকার মৃত আবদুল খালেকের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালায়। এ সময় চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।