হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা, রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

আটক যুবক রসিদ আহমদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি জানান, রাতে ডিউটিরত অবস্থায় পুলিশের একটি টিম ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা কালো বোরকা পরা এক ‘নারী’কে চেকপোস্ট অতিক্রম করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কথাবার্তায় গরমিল পাওয়া যায় এবং তিনি ক্যাম্পে প্রবেশসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

পরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে বোরকা খুলে দেখা যায়, তিনি একজন পুরুষ।

ওসি আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক ছদ্মবেশে থেকে ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক