হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে গোলাগুলিতে নিহতদের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার  

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীর তীর গোলাগুলিতে নিহত চারজনের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে বান্দরবান পৌরসভার মাধ্যমে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাঁদের সৎকার করা হয়। বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

পৌরসভা সচিব বলেন, সোমবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালের চারজনের ময়নাতদন্ত শেষে পুলিশ পৌর কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। পরে আনুষ্ঠানিকতা শেষে পৌরসভার ব্যবস্থাপনায় চারজনের মরদেহ সৎকার করা হয়। 

তিনি বলেন, কোনো মৃতদেহের যদি ওয়ারিশ বা অভিভাবক না পাওয়া যায়, পুলিশ ময়নাতদন্ত শেষে বান্দরবান পৌরসভার মাধ্যমে মৃতদেহের সৎকার/দাফন কাজ সম্পন্ন করে। 

এর আগে গতকাল রোববার দুপুরে উপজেলার (রোয়াংছড়ি) দুর্গম ফালংক্ষ্যং এলাকায় সাঙ্গু নদীর তীরে বাদাম খেত থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন বান্দরবানের রোয়াংছড়ি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁদের কোনো অভিভাবক না থাকায় পৌরসভাকে সৎকার সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। নিহতরা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে এ চারজনই পাহাড়ের সাম্প্রতিক সময়ে আলোচিত ‘মগ পার্টি’র সশস্ত্র সদস্য। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল