হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে গোলাগুলিতে নিহতদের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার  

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীর তীর গোলাগুলিতে নিহত চারজনের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে বান্দরবান পৌরসভার মাধ্যমে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাঁদের সৎকার করা হয়। বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

পৌরসভা সচিব বলেন, সোমবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালের চারজনের ময়নাতদন্ত শেষে পুলিশ পৌর কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। পরে আনুষ্ঠানিকতা শেষে পৌরসভার ব্যবস্থাপনায় চারজনের মরদেহ সৎকার করা হয়। 

তিনি বলেন, কোনো মৃতদেহের যদি ওয়ারিশ বা অভিভাবক না পাওয়া যায়, পুলিশ ময়নাতদন্ত শেষে বান্দরবান পৌরসভার মাধ্যমে মৃতদেহের সৎকার/দাফন কাজ সম্পন্ন করে। 

এর আগে গতকাল রোববার দুপুরে উপজেলার (রোয়াংছড়ি) দুর্গম ফালংক্ষ্যং এলাকায় সাঙ্গু নদীর তীরে বাদাম খেত থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন বান্দরবানের রোয়াংছড়ি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁদের কোনো অভিভাবক না থাকায় পৌরসভাকে সৎকার সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। নিহতরা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে এ চারজনই পাহাড়ের সাম্প্রতিক সময়ে আলোচিত ‘মগ পার্টি’র সশস্ত্র সদস্য। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ