হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে কোস্টগার্ড কর্মকর্তার বিরুদ্ধে ২ শিশুকে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জেলে পরিবারের দুই শিশুকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত শিশুরা হলো—মো. অন্তর (১০) ও মো. মিরাজ (১২)। 

এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে আহত শিশুদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন অভিযুক্ত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন। 

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকার অদূরে মেঘনা নদীর মোহনায় নির্যাতনের এ ঘটনা ঘটে। 

আহত অন্তর ও রিয়াজ সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান (মানতা) জেলে সম্প্রদায়ের যথাক্রমে আলমাস ও রফিক মাঝির ছেলে। 

স্থানীয় ও আহতদের স্বজনেরা জানান, দুপুরে মজুচৌধুরীরহাট ঘাটের অদূরে মেঘনা নদীর পাড়ে নৌকা রেখে মাছ ধরছিল অন্তর ও রিয়াজ। এ সময় কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। দুই শিশুকে নদীর পাড়ে দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা কাছে ডাকে। পরে কোস্টগার্ডের সদস্যদের দেখে অন্তর ও মিরাজ ভয়ে কূলে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন লাঠি দিয়ে ওই দুই শিশুকে মারধর করেন। 

একপর্যায়ে অন্তর মাটিতে পড়ে গেলে কোস্টগার্ডের (সিসি) আনোয়ার হোসেন বুকের ওপর পা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ আহত দুই শিশুর। পরে স্থানীয়দের তোপের মুখে দুই শিশুকে বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান কোস্টগার্ডের ওই কর্মকর্তা। 

আহত শিশুদের বাবা আলমাস হোসেন ও রফিক মাঝি বলেন, নির্যাতন করে দুই শিশুকে আহত করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন। কী কারণে এমন নির্যাতন করা হয়েছে, সেটাও জানা নেই। এ বিষয়ে তদন্ত করে জড়িত কোস্টগার্ডের কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। 

এ দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত কন্টিনজেন্ট কমান্ড আনোয়ার হোসেন। 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. কমলাশীষ রায় বলেন, ‘লক্ষ্মীপুর কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তর নামে শিশুটির বুকের ডাক্তারি পরীক্ষার পর বাকিটা বলা যাবে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু