হোম > অপরাধ > চট্টগ্রাম

চসিক প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় ঠিকাদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী গোলাম ইয়াজদানী কক্ষে ঢুকে মারধরের ঘটনার মামলায় সাহাব উদ্দিন নামে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত ২টায় নগরের খুলশী থানার পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান আজকের পত্রিকাকে বলেন, সাহাব উদ্দিন মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তিনি ওই হামলার ঘটনায় নেতৃত্ব দেন। প্রকৌশলীকে মারধরের ঘটনার পর তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে পশ্চিম বাঘঘোনা এলাকায় আত্মগোপনের খবর পেয়ে পরে রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ঠিকাদারি কাজ নিয়ে চসিক কার্যালয়ে প্রকৌশলী গোলাম ইয়াজদানীর কক্ষে ঢুকে মারধর করার পাশাপাশি টেবিলের কাচ এবং দরজার বাইরের নাম ফলক ভাঙচুরের অভিযোগ উঠে। ওই ঘটনায় খুলশী থানায় দায়ের হওয়া মামলাটির তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ। 

মামলায় চসিকের তালিকাভুক্ত ১০ জন ঠিকাদারকে আসামি করা হয়। আসামিরা হলেন–চসিকের ঠিকাদারি প্রতিষ্ঠান এস জে ট্রেডার্সের সাহাব উদ্দিন, শাহ আমানত ট্রেডার্সের কংকন, মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, শাহ আমানত ট্রেডার্সের সুভাষ, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্লাহ খান, মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের নাজিম, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের ফিরোজ, ইফতেখার অ্যান্ড ব্রাদার্সের ইউসুফ, জ্যোতি এন্টারপ্রাইজের আশীষ বাবু এবং ফরহাদ নামের এক ঠিকাদার। গত বছরের ১৪ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী হিসেবে প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি