কক্সবাজারের পেকুয়া উপজেলায় আলোচিত ব্যবসায়ী জয়নাল হত্যা মামলার পলাতক আসামি আমির হোসেন ভুলুকে (৩৮) অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন ভুলু পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহাদ্দারপাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেন ভুলুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, আমির হোসেন ভুলু চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা ও হত্যার মামলা রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।