হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় গত এক মাসে সাড়ে ১৫ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৫৬ 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত অক্টোবর মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১টি মামলায় ২২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ১৫ লাখ ৪৩ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৪৬ বোতল ফেনসিডিল সিরাপ, ২ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৬৩ বোতল স্কার্ফ সিরাপ ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১৫ লাখ ৪৩ হাজার টাকা। 

এ ছাড়া থানা-পুলিশ অক্টোবর মাসে মাদকসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৫ জন, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ২১ জন ও নিয়মিত মামলায় ৮ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান। 

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকদ্রব্য নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ