হোম > অপরাধ > চট্টগ্রাম

ভালোবেসে বিয়ে, আড়াই বছরের মাথায় তরুণীর লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ভালোবেসে বিয়ে করার আড়াই বছরের মাথায় লাশ হলেন নাসরিন আকতার প্রমি (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার জয়নাল আবেদীনের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নাসরিন উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল ফতেহ আলীর বাড়ির আবদুল ছবুরের মেয়ে। 

এ ঘটনায় স্বামী মো. জয়নাল আবেদীন (২২) ও শাশুড়ি মনোয়ারা বেগমকে (৫০) আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। ২০২১ সালে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনের সঙ্গে নাসরিন আকতার প্রমির বিয়ে হয়। 

নাসরিনের ভাই মোহাম্মদ পারভেজ জানান, আড়াই বছর আগে জয়নাল আবেদীনের সঙ্গে বিয়ে হয় নাসরিনের। তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পার হতে না হতেই স্বামী–শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত। 

পারভেজ বলেন, ‘সোমবার সন্ধ্যায়ও আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে বোন। রাত ৯টার দিকে খবর আসে, আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ 

বারশতের ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত তাকে। এ নিয়ে কয়েকবার বৈঠকও হয়েছিল তাদের পরিবারের মধ্যে। আমরা সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধা করেছিলাম।’ 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘নাসরিন নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ