হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে ছিনতাইয়ের পর কক্সবাজার থেকে গ্রেপ্তার ৫, অস্ত্র-গুলি উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে থেকে এক ব্যবসায়ী ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি পাইপগান ও ১২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 

আজ সোমবার বিকেলে তাঁদের সোনাইমুড়ী থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—চাটখিল উপজেলার ছয়ানী ইউনিয়নের টগবা গ্রামের বাবুলের ছেলে বাদল হোসেন (২৫), একই গ্রামের নূর নবীর ছেলে রাকিব হোসেন রানা (২৪), খিলপাড়ার মোহাম্মদ আলীর ছেলে শাহ ইমরান হোসেন শান্ত (২০), সোলেমান বানুর ছেলে আহসান হাবিব (২০) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে নাজমুল হাসান বিনয় (২২)।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি একজন ব্যবসায়ী চাঁদপুর থেকে মেলা শেষ করে চৌমুহনীর মেলার উদ্দেশ্যে পিকআপ ও মোটরসাইকেলযোগে মালামাল নিয়ে আসছিলেন। রাতে তাঁর গাড়িগুলো চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে কয়েকজন তাঁদের গাড়িগুলোর গতিরোধ করে। পরে তারা পিকআপ গাড়ি ভাঙচুর ও দুটি গাড়িতে থাকা লোকজনকে মারধর করে নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল এবং মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। 

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। ছয়ানি টগবা এলাকার একটি সংঘবদ্ধ দল চাটখিল ও সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে ছিনতাইয়ের কাজে জড়িত বলে তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে সোনাইমুড়ী থানার একটি দল কক্সবাজার সি-বীচের একটি হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ছিনতাইকারী দলে মাসুম নামের একজন রয়েছে, যার কাজ ছিনতাইয়ের নেতৃত্ব ও মালামাল বিক্রি করা। তাকে গ্রেপ্তারের জন্য এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা