হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অর্ধ শতাধিক কলাগাছ কাটল দুর্বৃত্তরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে অর্ধ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে অর্ধ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাতের আঁধারে কে বা কারা কলা গাছগুলো কেটে ফেলেছে তা জানা যায়নি। 

ক্ষতিগ্রস্ত বাগান মালিক শ্যামল শর্মা বলেন, কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তরা ৫০ টিরও বেশি কলাগাছ কেটে ফেলার পাশাপাশি উপড়ে মাটিতে ফেলে দিয়েছে। আজ রোববার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কলা বাগানে যাই। এ সময় কলা গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখি। কারা কলা গাছগুলো কেটে ফেলেছেন তা বলতে পারি না। তবে যাদের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে তারা রাতের আঁধারে এ ধরনের কাজ করতে পারে। জড়িতদের চিহ্নিত করতে আইনের দ্বারস্থ হব। 

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, ‘সকালে কলা বাগানটি দেখা হয়েছে। বাগানের অর্ধ শতাধিক কলাগাছ মাটিতে পড়ে রয়েছে। যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।’ 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত