হোম > অপরাধ > চট্টগ্রাম

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টাকা না দেওয়ায় ছেলে মনির হোসেনের (৩১) ছুরিকাঘাতে বাবা মগল মিয়া (৫৫) মারা গেছেন। আজ রোববার ভোরে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন।

মৃত মগল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। তাঁর দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়।

জানা গেছে, মৃত মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। এক মাস আগে দেশে ফিরেছেন তিনি। তাঁর বড় ছেলে মনির অনেকটা ভবঘুরে প্রকৃতির। তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন দোকানে ও মানুষের কাছ থেকে ধারদেনা করতেন। নিজে কোনো কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা নিয়ে চলতেন মনির।

আজ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। মগল মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চ স্বরে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে মগল মিয়ার বুকে ছুরিকাঘাত করেন মনির। গুরুতর আহতাবস্থায় স্বজনেরা মগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ঘাতক ছেলে মনির ও তাঁর স্ত্রী ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির