হোম > অপরাধ > চট্টগ্রাম

চন্দনাইশে ইউপি ভবনের সিসি ক্যামেরার মনিটরসহ ৭ লাখ টাকার মালামাল গায়েব

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। এতে ভবনের সিসিটিভি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, রাউটার, বিভিন্ন খাতের বরাদ্দ টাকাসহ সচিবের কক্ষের প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনাটি ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। আজ শনিবার ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ঘটনায় দায়িত্বরত চৌকিদার মো. আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, চোরেরা তালা ভেঙে পরিষদের ভবনে প্রবেশ করে উন্নয়ন সহায়তা তহবিল ও ইউনিয়ন পরিষদ নিজস্ব হিসাবের দুটি চেক বই, সিসি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, সচিবের রুমের প্রয়োজনীয় কাগজপত্রসহ ওয়ারড্রপ, ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার্ভার রুমের রাউটার, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার্ভার রুমের সাতটি এসএফপি মডেল, সার্ভার রুমের রাউটার নিয়ে যায়। 

এ সময় তারা সচিবের কক্ষের আলমারি, চেয়ারম্যানের কক্ষের ওয়ারড্রপ,  তিনটি কক্ষের তালা ও লকার ভেঙ্গে ফেলেছে। এ সব মিলে চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে ৭ লাখ টাকার মালামাল চুরির একটি অভিযোগ করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে বিষয়টি প্রক্রিয়াধীন।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়