হোম > অপরাধ > চট্টগ্রাম

চন্দনাইশে ইউপি ভবনের সিসি ক্যামেরার মনিটরসহ ৭ লাখ টাকার মালামাল গায়েব

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। এতে ভবনের সিসিটিভি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, রাউটার, বিভিন্ন খাতের বরাদ্দ টাকাসহ সচিবের কক্ষের প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনাটি ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। আজ শনিবার ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ঘটনায় দায়িত্বরত চৌকিদার মো. আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, চোরেরা তালা ভেঙে পরিষদের ভবনে প্রবেশ করে উন্নয়ন সহায়তা তহবিল ও ইউনিয়ন পরিষদ নিজস্ব হিসাবের দুটি চেক বই, সিসি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, সচিবের রুমের প্রয়োজনীয় কাগজপত্রসহ ওয়ারড্রপ, ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার্ভার রুমের রাউটার, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার্ভার রুমের সাতটি এসএফপি মডেল, সার্ভার রুমের রাউটার নিয়ে যায়। 

এ সময় তারা সচিবের কক্ষের আলমারি, চেয়ারম্যানের কক্ষের ওয়ারড্রপ,  তিনটি কক্ষের তালা ও লকার ভেঙ্গে ফেলেছে। এ সব মিলে চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে ৭ লাখ টাকার মালামাল চুরির একটি অভিযোগ করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে বিষয়টি প্রক্রিয়াধীন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ