চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। এতে ভবনের সিসিটিভি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, রাউটার, বিভিন্ন খাতের বরাদ্দ টাকাসহ সচিবের কক্ষের প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনাটি ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। আজ শনিবার ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় দায়িত্বরত চৌকিদার মো. আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ সময় তারা সচিবের কক্ষের আলমারি, চেয়ারম্যানের কক্ষের ওয়ারড্রপ, তিনটি কক্ষের তালা ও লকার ভেঙ্গে ফেলেছে। এ সব মিলে চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে ৭ লাখ টাকার মালামাল চুরির একটি অভিযোগ করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে বিষয়টি প্রক্রিয়াধীন।