হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলীতে ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের (২৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী নওশাদুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। 

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা তারেক ইমতিয়াজ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় নওশাদুল আমিন ও তাঁর মাকে আসামি করা হয়েছে। এই মামলায় পরে নওশাদুলকে গ্রেপ্তার দেখানো হয়। নওশাদুলের মা পলাতক রয়েছেন।

এর আগেই তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। 

শনিবার সকালে পাহাড়তলী বাসা থেকে রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। এ ছাড়া তিনি চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে। 

মৃতের পরিবার শুরু থেকে দাবি করছে, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের