হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে জরিমানা ৮ কোটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে রুপালি ব্যাংকের ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা আত্মসাতের দায়ে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে ৮ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করে মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে।

আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ। 

সাজাপ্রাপ্তরা হলেন, ব্যবসায়ী মো. সিরাজ মিয়া, রুপালী ব্যাংক, খাতুনগঞ্জের আমির মার্কেট শাখার প্রাক্তন ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম ও প্রাক্তন অফিসার আবু কায়সার চৌধুরী। রায় ঘোষণার সময় তিনজনই অনুপস্থিত ছিলেন। 

এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই কারণে তিন আসামিকে আদালতের বিচারক সাজা ও জরিমানা করেছেন।’ 

রায়ের বিবরণ থেকে জানা গেছে, ১৯৯২ সালে সিরাজ মিয়া উল্লেখিত শাখায় একটি চলতি হিসাব খোলেন। এরপর তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে ১৯৯০ সালে ৯ জানুয়ারি থেকে ১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর হিসাবে লেনদেন করেন। নিজের টাকার অতিরিক্ত ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা আত্মসাৎ করেন। এই কাজে ব্যাংকের দুই কর্মকর্তা সহযোগিতা করেন বলে মামলার রায়ে উঠে এসেছে। এই ঘটনায় ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। 

রায়ে সাজাপ্রাপ্ত সিরাজ মিয়াকে একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

রায়ে আসামি লুৎফুল করিমকে একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন বিচারক। 

আসামি আবু কায়সারকে এক ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আরেকটি ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে তাঁকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ