হোম > অপরাধ > চট্টগ্রাম

চবিতে ৮ শিক্ষার্থীসহ আটক ৩০, গাঁজা উদ্ধার

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে আট শিক্ষার্থীসহ ৩০ বহিরাগতকে আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও আছেন বলে জানা গেছে। গতকাল শনিবার অভিযানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, ২৮টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। পরে বহিরাগতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। অপর দিকে আট শিক্ষার্থীকে আপাতত ছেড়ে দিলেও তাঁদের ব্যাপারে তদন্ত চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বোর্ড অব হেল্থ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির মিটিং হওয়ার কথা রয়েছে। মিটিং হলে সেখানে ঢাবি শিক্ষার্থীসহ সবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাসে নিয়মিত অভিযানে বায়োলজিক্যাল পুকুরপাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুরপাড় ও অতীশ দীপঙ্কর হলসহ বিভিন্ন জায়গায় থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ গাড়িগুলোর কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। তবে দুটি গাড়ি আটক রাখা হয়েছে। পরে গাড়ি দুটি পুলিশের কাছে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘কোটা আন্দোলন ও শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয় এক প্রকার অচল হয়ে পড়েছে। আমরা আটক শিক্ষার্থীদের আপাতত ছেড়ে দিয়েছি। তবে তাদের ব্যাপারে তদন্ত চলছে। তাদের দ্রুতই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। একাডেমিক সিদ্ধান্তের ভিত্তিতে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এ ছাড়া বহিরাগতের বিরুদ্ধে নিয়ম অনুয়ায়ী পুলিশ ব্যবস্থা নিবে।’

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘বহিরাগত বেশ কয়েকজনকে মাদকসহ আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকসহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ তবে পরবর্তীতে এ ধরনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু