হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী-স্ত্রী ও তাঁদের এক ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অর্থ অনাদায়ে তাঁদের আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি(পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মো. মকবুলের ছেলে মো. মঞ্জুর, স্ত্রী আমিনা খাতুন ও তাঁদের ছেলে মো. ফোরকান। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। ছেলে মো. ফোরকান পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

মামলার বিবরণে জানা গেছে , ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় নিজের বসতভিটায় মুরগির খামারে কাজ করছিলেন আব্দুল করিম। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। এরপর স্থানীয়রা করিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করেন। পরদিন  সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান।

পিপি ফরিদুল আলম বলেন, এ ঘটনায় ২৯ আগস্ট নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মো. ফোরকান, তাঁর বাবা মো. মঞ্জুর ও মা আমিনা খাতুনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর বিচার কার্যক্রম শেষে আজ মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ