হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী-স্ত্রী ও তাঁদের এক ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অর্থ অনাদায়ে তাঁদের আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি(পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মো. মকবুলের ছেলে মো. মঞ্জুর, স্ত্রী আমিনা খাতুন ও তাঁদের ছেলে মো. ফোরকান। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। ছেলে মো. ফোরকান পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

মামলার বিবরণে জানা গেছে , ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় নিজের বসতভিটায় মুরগির খামারে কাজ করছিলেন আব্দুল করিম। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। এরপর স্থানীয়রা করিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করেন। পরদিন  সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান।

পিপি ফরিদুল আলম বলেন, এ ঘটনায় ২৯ আগস্ট নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মো. ফোরকান, তাঁর বাবা মো. মঞ্জুর ও মা আমিনা খাতুনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর বিচার কার্যক্রম শেষে আজ মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির