হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে আলী আহম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়াও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। ঘটনার ২৪ বছর পর এ রায় দেওয়া হলো। 

দণ্ডপ্রাপ্ত আলি আহম্মদ (৫৪) জেলার লামা উপজেলার মেরাখোলা বেগুনঝিরি এলাকার রওশন আলী ছেলে। 

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষে সরকারি কৌঁসুলি মো. ইকবাল করিম বলেন, ‘আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।’ 

আদালতে এজাহার দেওয়া তথ্য অনুযায়ী, রওশন আলী দুটি বিয়ে করেছিলেন। পরে উভয় সংসারে দুই পরিবার মাঝে সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ১৯৯৮ সালের ৩০ জুন (মঙ্গলবার) সকালে স্থানীয় মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ ধারালো দা দিয়ে তাঁর সৎ মা ফাতেমা বেগমকে ঘাড়ে কোপ মারেন। এতে ঘার থেকে মাথা দু ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসামি আলী। পরে ধাওয়া করলে মেরাখোলা স্কুল থেকে তাঁকে আটক করা হয়। 

সূত্রমতে, নিহত নারীর সন্তানেরা ছোট এবং স্বামী বৃদ্ধ ও বধির হওয়ায় মৃতের আত্মীয় মো. সিরাজ বাদী হয়ে লামা থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আসামিকে দোষ স্বীকার করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলে আসামি আলী আহাম্মদ দোষ করে স্বীকার করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তার অভিযোগ দাখিল করার পর মামলাটি বিচার নিষ্পত্তির জন্য দায়রা জজ আদালতে স্থানান্তরিত করা হয়। 

পিপি অ‍্যাডভোকেট ইকবাল করিম বলেন, মামলায় ছয়জন সাক্ষী সাক্ষ্য দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামির জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (২১ নভেম্বর) দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া মামলায় আলী আহাম্মদকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন। এ সময় আসামি আলী আহাম্মদ আদালতে হাজির ছিলেন। পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়। 

মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি ইকবাল করিম। আসামি পক্ষে ছিলেন অ‍্যাডভোকেট জয়নাল আবদীন ভূঁইয়া। 

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত