হোম > অপরাধ > চট্টগ্রাম

সরাইলে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে ইটভাটার শ্রমিক আটক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তফা (৪০) নামের এক ইটভাটার শ্রমিককে আটক করছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার নিউ আশা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম নয়নতারা (৩৫)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের কালা মিয়ার মেয়ে। আটক ব্যক্তি একই গ্রামের সুলাইমান মিয়ার ছেলে চান মোস্তফা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোস্তফা ও স্ত্রী নয়নতারা নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। আজ ভোর ৪টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন মোস্তফা। এতে ঘটনাস্থলেই নয়নতারা নিহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকেরা মোস্তফাকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর