চট্টগ্রাম: চট্টগ্রামে শুলকবহর এলাকায় ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। আটক তিনজনের মধ্যে দুজন রোহিঙ্গা। আটককৃতদের কাছ থেকে ৬টি ভুয়া জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাহাবুবুর রহমান (৩৪), নুর (২৯) ও মাহামুদুল্লাহ (৩৪)। এদের মধ্যে নুর ও মাহামুদুল্লাহ রোহিঙ্গা নাগরিক।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা কিনে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫৭ লাখ টাকা।