কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রমের সময় একটি আলু বোঝাই ট্রাক থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিলন আকন্দ (৩০) নামের একজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন–৩০ বিজিবি।
শনিবার দুপুর ৪টায় কক্সবাজার–টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বগুড়াগামী ট্রাকটি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়।
রামু ৩০ বিজিবি এর অধিনায়ক ইব্রাহিম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে আলু নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে বিপুল পরিমাণ ইয়াবা বগুড়ায় পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ টাকা বলে জানা যায়। আটক আসামিকে ইয়াবাসহ রামু থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।