হোম > অপরাধ > চট্টগ্রাম

মাকে গুলি করে হত্যা: অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাঈনুদ্দিন মো. মাঈনু দ্বিতীয়বারের রিমান্ডে অস্ত্র মামলার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে দ্বিতীয় দফার রিমান্ড শেষে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মাঈনু।

এর আগে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে এনে মাঈনুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই সময় তৃতীয় দিনের রিমান্ড শেষে মাঈনু পুলিশকে জানান, তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন। কিন্তু সেদিন মাঈনুকে আদালতে পাঠানো হলে আদালতে স্বীকারোক্তি দেননি।

জানা গেছে, গত ১৬ আগস্ট পারিবারিক টাকা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পটিয়ার সাবেক পৌর চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা সামশুল আলম মাস্টারের ছেলে মাঈনু তাঁর মা জেসমিন আকতারকে গুলি করে হত্যা করেন। সেদিন প্রথম গুলিটি তাঁর বড় বোন শায়লা শারমিন নিপাকে করেছিলেন। ভাগ্যক্রমে নিপা প্রাণে বেঁচে যান। পরের গুলিটি মা জেসমিন আকতারের বাঁ চোখের নিচে লাগে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ওই দিন রাতে নিপা তাঁর মাকে হত্যার দায়ে ছোট ভাই মাঈনুকে একমাত্র আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বাড়িতে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে পটিয়া থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেন পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম হাজারী। 

গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি এসি বাসে করে টিকিট না কেটে কৌশলে পালানোর সময় শাহ আমানত সেতু এলাকা থেকে মাঈনুকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া থানার রসুলপুর এলাকার একটি গুদামঘর থেকে জেসমিন আকতারকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পরে র‍্যাবের পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে পৃথক আরও একটি মামলা দায়ের করেন। 

হত্যা মামলায় গত ২৮ আগস্ট পটিয়া থানার পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়। পরে শুক্রবার দ্বিতীয় দফায় একটি অস্ত্র মামলায় পুনরায় রিমান্ডে নিয়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পরে মাঈনু আদালতে জবানবন্দি দিয়েছেন। মৃতের মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পটিয়া থানার পুলিশের পরিবর্তে হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই। 

 এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘মা জেসমিন আকতারকে হত্যার ঘটনায় ছেলে মাঈনুকে দুই দফায় থানায় রিমান্ডে আনা হয়। তিনি হত্যা মামলায় জবানবন্দি না দিলেও অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’ 

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩