হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তাফা কামাল মুন্সি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস। 

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে নয়ারচর গ্রামের হরুন মিয়ার দোকানের সামনে মোস্তফার লাশ পড়ে থাকতে দেখি। তাঁর গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’ 

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, ‘মোস্তফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সমর্থক। আমরা ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘যতটুকু জানলাম দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। তবে কেন বা কে তাঁকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আমরা কাজ করছি।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম