হোম > অপরাধ > চট্টগ্রাম

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ইয়াবা পাচার ও মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আরাকান জেলার আকিয়াব থানার অনডাং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, স্যাং টোয়েংয়ের ছেলে মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা ও মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াত মুদ্রাসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় কোস্ট গার্ডের কর্মকর্তা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার রায় দেওয়া হয়। দণ্ডিত আসামিদের থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত।

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার