হোম > অপরাধ > চট্টগ্রাম

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ইয়াবা পাচার ও মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আরাকান জেলার আকিয়াব থানার অনডাং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, স্যাং টোয়েংয়ের ছেলে মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা ও মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াত মুদ্রাসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় কোস্ট গার্ডের কর্মকর্তা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার রায় দেওয়া হয়। দণ্ডিত আসামিদের থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি