হোম > অপরাধ > চট্টগ্রাম

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ইয়াবা পাচার ও মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আরাকান জেলার আকিয়াব থানার অনডাং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, স্যাং টোয়েংয়ের ছেলে মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা ও মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াত মুদ্রাসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় কোস্ট গার্ডের কর্মকর্তা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার রায় দেওয়া হয়। দণ্ডিত আসামিদের থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির