হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে এক রোহিঙ্গা হেড মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। নিহত রোহিঙ্গা হেড মাঝির নাম রশিদ আহমদ (৩৬)। তিনি ১৫ নম্বর ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। 

শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যার দিকে ক্যাম্পের ভেতরে দ্বিতীয় স্ত্রীর ঘরে বসে ছিলেন রশিদ আহমদ। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলিউর রহমান বলেন, এমএসএফ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ছুরিকাঘাতে ভিকটিমের বুকের ডান পাশ, তলপেট, ডান কানের লতি ও বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি জখম হয়। 

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা