হোম > অপরাধ > চট্টগ্রাম

বিরিয়ানির লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা, সেই রিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেড় মাস আগে পোর্ট কলোনিতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ওসমান হারুন মিন্টু (৪৫) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বন্দর থানার পুলিশের একটি টিম নগরের ডবলমুরিং থানার ব্যাপারীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

অভিযুক্ত ওসমান হারুন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নগরীতে তিনি দীর্ঘদিন ধরে রিকশা চালাতেন। 

এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বন্দর থানার পুলিশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর হালিশহর কে ব্লক এলাকায় বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে সুরমা আক্তার নামে সাত বছরের ওই শিশুকে তাঁর রিকশায় তুলে নিয়ে যান মিন্টু। পরে বড়পুল এলাকায় দোকান থেকে বিরিয়ানি কিনে শিশুটিকে খাওয়ান। একপর্যায়ে তাকে পোর্ট কলোনির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। 

বন্দর থানার উপপরিদর্শক কিশোর মজুমদার বলেন, ঘটনার পর অভিযুক্ত মিন্টু বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে ছিলেন। পুলিশ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। শিশুটিকে হত্যার সঙ্গে একজন রিকশাচালক জড়িত থাকার কথা প্রাথমিকভাবে জানা গেলেও ওই রিকশাচালকের পরিচয় উদ্ঘাটন ও শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। দীর্ঘদিনের প্রচেষ্টার পর আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। 

পুলিশ জানায়, নিহত শিশুর বাবাও পেশায় একজন রিকশাচালক। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে দোকানে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে শিশুটি টাকা নিয়ে বাসার বাইরে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরদিন সকালে পোর্ট কলোনির একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ